
সোনাগাজী প্রতিনিধি
২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি কবির খাঁন চেয়ারম্যান বাড়ি সংলগ্ন মাঠে কৃষক ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক একরাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপসহকারী উদ্ভিদ উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজির উদ্দিন চৌধুরী, উপ সহকারী কৃষি অফিসার নাজনীন সুলতানা, মোতাহের হোসেন, জি এম আরিফুল ইসলাম চৌধুরী সহ কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন।