মোঃ জয়নুল আবদীন,পরশুরাম(ফেনী):
পরশুরামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাট্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পরশুরাম বাজারের স্টেশন রোডস্থ কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের করে পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। পরিচয় গোপন করিনি,বোরকা পড়ে ছিলাম না। কোন ষড়যন্ত্র করে লাভ হবে না,দেশের যে কোন দূর্যোগ সংকটে আমরা ছিলাম, আছি, থাকব।
উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মানিক। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফেনী জজকোর্টের এপিপি এড.আবদুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন, যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন।
শোভাযাত্রা ও আলোচনা সভায় পৌর ছাত্রদলের সদস্য সচিব নাজিম উদ্দিন,পরশুরাম সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মজুমদার মিলনসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।