পরশুরাম(ফেনী)প্রতিনিধি:
পরশুরামে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে গর্ভকালীন ও গর্ভপরবর্তী সেবা নিশ্চিতকরণে মা সমাবেশ ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নঈমুল ইসলামের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা কার্যালয়ে আয়োজিত মা সমাবেশ ও গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সহকারি পরিচালক সাহিদা হোসেন ও সহকারি পরিচালক (সিসি) ডা. শ্যামলী দাশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, বটতলী আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাও এমরান হোসেন, মির্জানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শক নুরুল করিম, চিথলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা শিরিন সুলতানা প্রমুখ।
পরিবার পরিকল্পনা থেকে নিয়মিত সেবা নেন হোসনে আরা আক্তার(২৫)। তিনি বলেন, গর্ভকালীন সময়ে আইওডি সেবা নিয়েছি। এই রকম পরামর্শ ও জবাবদিহিতামূলক সমাবেশ খুব দরকার।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, গর্ভকালীন ও গর্ভপরবর্তী সেবা যাতে সহজে পৌঁছানো যায় সেজন্য পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করছে। মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসেবা, নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবসেবা, প্রসবপূর্ব ও পরববর্তী সেবা, বয়ঃসন্ধিকালীন পরিচর্যা, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণের প্রয়োজনীয়তা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান প্রধান অতিথি।