পরশুরাম প্রতিনিধি ঃ
পরশুরামের মির্জানগর তৌহিদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক
হুমায়ুন কবিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার
(৩০ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মোঃ
আইয়ুবের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোহাম্মদ নুরল হাকিম, পরশুরাম সরকারী মডেল পাইলট উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী, মির্জানগর
তৌহিদ একাডেমীর সিনিয়র শিক্ষক সাহেদ আমান চৌধুরী,
মির্জানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ নুর মোহাম্মদ,
পরশুরাম উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল
আবেদীন, পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক
ওমর ফারুক জিন্নাহ, মির্জানগর তৌহিদ একাডেমীর সিনিয়র
শিক্ষক আবু তাহের সিনিয়র শিক্ষক আবদুল মোতলেব, ধনীকুন্ডা
হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলমগীর
গুনবতী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ,
বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ, জেলা গবেষণা কর্মকর্তা
মাহফুজুর রহমান, মির্জানগর তৌহিদ একাডেমীর সহকারি
প্রধান শিক্ষক আবদুল গফুর,মির্জানগর ইউনিয়ন বিএনপির
সাধারন সম্পাদক জাহিদ আহমেদ খোন্দকার, কালিকাপুর বশরত
উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুর আহমেদ।
শিক্ষকরা বিদায়ী শিক্ষকের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
বিদায়ী শিক্ষক হুমায়ন কবির তার বক্তব্যে বলেন, আমার শিক্ষকতা
জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি, আমার ছাত্রছাত্রীরা আমাকে সম্মান
করে। তিনি পবিত্র হজ¦ পালন করে জীবনের ইতি টানতে চান।
বিদায়ী শিক্ষককে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিভিন্ন উপহার
তুলে দেন।