পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে হুশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।
সোমবার (৩০ ডিসেম্বর) অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান’র সভাপতিত্বে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও বলেন,ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা সজাগ থাকবেন।কোন ওয়ার্ড থেকে অবৈধ মাটি কাটার তথ্য পেলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। ফসলি জমির মাটি কাটায় কোন ছাড় দেয়া হবে না। তিনি বিজিবি'কে অনুরোধ জানিয়ে বলেন,মাদক নির্মূলে কাজ করুন। সীমান্ত দিয়ে যাতে মাদক ও চোরাচালান আসতে না পারে,সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
সভায় বক্তব্য রাখেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম,
বাংলাদেশ সেনাবাহিনীর পরশুরাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন খোন্দকার, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল কাদের মিনার, পরশুরাম ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত)মোস্তাফিজুর রহমান,বিজিবি'র শ্রীপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার জামসেদুল আলম, মজুমদার হাট ক্যাম্পের কমান্ডার মো জাহাঙ্গীর, মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আইয়ুব হোসাইন, বক্সমাহমুদ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রেহানা আক্তার।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।