মোঃ জয়নুল আবদীন, পরশুরাম:
পরশুরামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ফুলগাজীর মাদ্রাসা ছাত্র রিদওয়ান ইসলাম রাদিবের মৃত্যু ঘটনা ঘটেছে।
জানা গেছে, ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের আনন্দপুর (মহিলা) মাদ্রাসার নুরানী বিভাগের ২য় জামায়াতের ছাত্র রাদিব।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে পানিতে ডুবে তার মৃ-ত্যু হয়।
সে আনন্দপুর ইউনিয়নের মাওলানা সমাজের রিপনের ছেলে। গত কয়েকদিন আগে পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল রাদিব।
তার মৃ-ত্যুতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন মিয়াজী গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন। শনিবার বাদ আসর মাওলানা সমাজের ইদগাহ মাঠে রিদওয়ান ইসলাম রাদিবের জানাযা অনুষ্ঠিত হয়েছে।