
ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর রাস্তার মাথায় র্যাব ক্যাম্পের সামনের ইউটার্নটি দিয়ে মোটর সাইকেল, রিক্সা, সিএনজি অটোরিক্সা, ইমাসহ থ্রি-হুইলার গাড়ি না চলার আহ্বান জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। এটি অমান্য করে থ্রি-হুইলার গাড়ি চলাচল করলে গাড়ী চালক ও মালিকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় র্যাব ক্যাম্পের সামনের ইউটার্ন ক্রস করে মোটর সাইকেল, রিক্সা, সিএনজি অটোরিক্সা, ইমা ও ভ্যানসহ ছোট ছোট যানবাহনগুলো অবাদে ফেনী শহরে আসা-যাওয়া করছে। হাইওয়ে দিয়ে দ্রুতবেগে যাওয়া বাস, ট্রাক, কার্গোসহ ভারী যানবাহনগুলো দ্বারা যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
প্রাপ্ত সংবাদে জানা যায়, গত বছর এক মোটর সাইকেল আরোহী এই ইউটার্ন ক্রস করে যাওয়ার সময় একটি রিক্সাকে সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর থেকে দীর্ঘ ১ বছর এ ইউটার্নটি ব্যবহারে বিরত থাকে থ্রি-হুইলার পরিবহনগুলো। ইদানিং আবার আগের মতই এ ইউটার্নটি দিয়ে অবাধে যাওয়া-আসা করছে ছোট ছোট পরিবহনগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি অটোরিক্সা চালক জানান, ইউটার্নটি ব্যবহারে একটু ঝুঁকি বেশি, তবুও মধুপুর, বিজয় সিং, আফতাববিবি মত এলাকায় যেতে সময় বাঁচানোর জন্য আমরা এটি ব্যবহার করে থাকি। অনেক সময় যাত্রীদের অনুরোধেও এ রাস্তাটি ব্যবহার করতে হয় আমাদের।
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, এ ইউটার্নটি ব্যবহার না করার জন্য আমরা প্রতিনিয়ত গাড়ীর ড্রাইভার, শ্রমিক ও মালিকদের অবহিত করে আসছি। লিফলেট বিতরণ করে জনসচেতনতা সৃষ্টি করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। কোন কোন সময় গাড়ীর মালিক ও চালকদের মামলা ও জেল জরিমানাও করছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার হচ্ছে। হাইওয়ে থানা পুলিশ প্রতিনিয়ত হাইওয়ে নিরাপত্তায় কাজ করছে। আমাদের টহলরত গাড়ী এক দিক থেকে অন্যদিকে গেলে এ সুযোগে থ্রি-হুইলার পরিবহনগুলো এ ইউটার্ণ দিয়ে পারাপার হয়ে যাচ্ছে। কিছুতেই এ ইউটার্নটি ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। যতদিন জনগণ বিশেষ করে গাড়ীর চালক, শ্রমিক ও মালিকগণ সচেতন না হবে ততক্ষণ এ ইউটার্ন ব্যবহার বন্ধ করা যাবে না।
কর্মরত সার্জেন্ট আবদুল্লাহ আল মামুন জানান, গাড়ীর চালকরা যদি একটু কষ্ট করে ২ মিনিট সময় হাতে নিয়ে মহিপাল ফ্লাইওভারের নিচ দিয়ে সঠিকভাবে যাতায়াত করে তাহলে এসব অনাকাঙ্খিত র্দুঘটনাগুলো এড়ানো সম্ভব।