
দিদার মজুমদারঃ
দেশটা যখন বিশ্ব মহামারি ভাইরাসে আক্রান্ত এবং আতংক বিরাজমান ঠিক তখনই ফেনীতে বিশাল আকৃতির টিউমারের সফল অস্ত্রপাচার সফল ভাবে সম্পূর্ন হয়েছে।জানা যায় ১৯ এপ্রিল রবিবার ডাঃ খলিলুর রহমান অপু এবং ফেনী কনসেপ্ট হাসপাতালের সার্জিক্যাল টিমটি বিশ্বের মহামারী ভাইরাস সংক্রমের ঝুঁকি এড়িয়ে মানব সেবার
এই সিদ্ধান্তটি সাহসীকতার দৃষ্টান্ত তৈরি করেছে।এই সফল অস্ত্র পাচারের জন্য কনসেপ্ট হাসপাতাল পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে ইতিমধ্যে।
কনসেপ্ট হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার বলেন,এই বিশাল আকারের টিউমার নিয়ে রোগী খুব কষ্টের মধ্যে ছিলেন।সার্জিক্যাল টিমের সফল অস্ত্রপাচারের মাধ্যমে রুগীর কষ্ট লাগব হয়েছে।এজন্য উপর ওয়ালার পক্ষ থেকে সার্জিক্যাল টিমের জন্য তোফা পোছে বলে দোয়া রাখেন ডঃ সাহেদুল ইসলাম কাওসার।
মানুষের বিপদে পাশে থাকলে মানুষের মন থেকে যে দোয়া আসে তাতে কোন সন্দেহ নেই।সে দোয়াই ব্যাক্তি কিংবা প্রতিষ্ঠান পৌছাবে সাফল্যের শিখরে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।এছাড়াও কনসেপ্ট সার্জিক্যাল সহযোগী টিমের উত্তোরত্তর সাফল্য কামনা করছেন হাসপাতালটির কর্তৃপক্ষ।নানান প্রতিকূলতাকে সামনে রেখে মানুষের পাশে থেকে উন্নত স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রস্তুত আছে সব সময় কনসেপ্ট পরিবার এমনটাই বক্তব্যের কার্যকারীতা দেখছে ফেনীবাসী।সার্জিক্যাল টিমে ছিলেন- ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের (সার্জারী) কনসালটেন্ট ডাঃ খলিলুর রহমান অপু-এমবিবিএস, এফসিপিএস,ডাঃ এরফান জামান হৃদয়-এমবিবিএস,এমএস(কোর্স) নিউরো সার্জারী ডাঃ সাকিল আহাং- ডিএমএফ,এনেসথেসিয়া ডাঃ সাইফুল ইসলাম এবং ওটি সিষ্টার তানিয়া।