 
                      
                    
                    
                    
                        ফেনীর বালিগাও এলাকায় মসজিদের মেশিন চুরির অপরাধে ৭ নভেম্বর মঙ্গলবার ভোরে মৌলভী ইলিয়াস নামের এক ইমাম কে আটক করেছে এলাকাবাসী। মোলভী ইলিয়াছ ফেনীর উওর জাহানপুর ফকির বাড়ীর সামছুল হকের ছেলে। ইলিয়াছ কাতালিয়া পাটোয়ারী জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন।আর সেই মসজিদের মেশিন ঘড়ি আরো ৩টি মসজিদের মেশিন সহ তাকে হাতেনাতে আটক করেছে বালিগাঁও বায়তুর নুর জামে মসজিদের মসল্লিরা পরে তার কাছ থেকে উদ্ধার করা চন্দুমিয়া বাড়ী জামে মসজিদের ১ টি মেশিন চান্দলা মিয়া বাড়ীর মসজিদের ১টি মেশিন কাতালিয়া জামে মসজিদের ১টি মেশিন ও১টি ঘড়ি ও বায়তুর নুর জামে মসজিদের ১টি মেশিন তার কাছ থেকে উদ্ধার করে মুসল্লিরা।

