হকার্স রিপোর্ট ঃ দৈনিক কালেরকণ্ঠ পত্রিকা ৮ম বর্ষপূর্তি উদ্যাপন উপল¶ে গতকাল বুধবার সকালে জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক নুর“ল করিম মজুমদারের সভাপতিত্বে এবং কালেরকণ্ঠ পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুর“ল আবছার, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর দেবনাথ, সমরজিৎ নাথ টুটুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাব সভাপতি আবু তাহের ভূঞা। অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ¶েত্রে অবদানের জন্য একজনকে আজীবন সম্মাননা এবং ৫ ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। যাদেরকে সম্মাননা প্রদান করা হলো তারা হলেন নিæরূপ ঃÑ
নুর“ল করিম মজুমদার (আজীবন সম্মাননা) ঃ ফেনীর সাংবাদিকতার এক অনুকরণীয় দৃষ্টাš— নুর“ল করিম মজুমদার। সাড়ে তিন দশক ধরে সম্পাদনা করেছেন সাপ্তাহিক হকার্স। ফেনী প্রেসক্লাবে বার বার নির্বাচিত সভাপতি ছিলেন। দায়িত্ব পালন করেন বিটিটি, ডেইলি স্টার ও বার্তা সংস্থা ইউএনবি’র জেলা সংবাদদাতা হিসেবে। সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘ সময় ধরে। শুধু সাংবাদিকতাই নয়, নুর“ল করিম মজুমদার পশ্চিম উকিলপাড়া পঞ্চায়েত কমিটি ও ফেনী ডায়াবেটিক সমিতির গুর“ত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ফেনী সেন্ট্রাল হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি ছিলেন দীর্ঘদিন। তাঁর বিশাল, বর্ণাঢ্য ও কর্মময় জীবন বিবেচনায় নিয়ে তাঁকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
আবু তাহের (সম্মাননা) ঃ গত প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা করছেন আবু তাহের। নব্বই দশকের গোড়ার দিকে সাপ্তাহিক গ্রামদেশ এর নির্বাহী সম্পাদক হিসেবে কাজ শুর“ করেন। পরবর্তীতে দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের শেষভাগে দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। বর্তমানে পত্রিকাটির নিজ¯^ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফেনী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন একাধিকবার। ফেনীর প্রবীণ সাংবাদিক আবু তাহের এখনও ছুটে চলেন সংবাদের সন্ধানে। তাঁর বিশাল কর্মময় জীবন বিবেচনায় তাঁকে সম্মাননা দেয়া হয়।
ফেনীর ঢোল (সম্মাননা) ঃ ফেনী শহরের নতুন ধারার সাংস্কৃতিক সংগঠন ও স্কুল ফেনীর ঢোল। জেলার লোকজ ও আঞ্চলিক গান নিয়ে গবেষণা করছে ফেনীর ঢোল। ইতোমধ্যে হারিয়ে যেতে বসা বেশ কয়েকটি আঞ্চলিক গান নতুন আঙ্গিকে পরিবেশন করে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে সংগঠনটি। ২০১৬ সালের ৬ ডিসেম্বর ঐতিহাসিক ফেনী মুক্ত দিবসে শিল্পকলায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুর“ করে ফেনীর ঢোল। গত বছরের ৬ ডিসেম্বর ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর প্রথম বর্ষপূর্তি পালিত হয়। সংগঠনের প্রধান সমš^য়কারী বখতেয়ার ইসলাম মুন্নাকে এ সম্মাননা প্রদান করা হয়।
আনোয়ার-সাজেদা হেলথ্ কেয়ার ক্লিনিক (সম্মাননা) ঃ ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর রজ্জবআলী ভূঞা বাড়িতে ২০০৪ সালে ডা. সাহেদুল ইসলাম কাওসারের পারিবারিক উদ্যোগে যাত্রা শুর“ করে দাতব্য চিকিৎসালয় আনোয়ার-সাজেদা হেলথ্ কেয়ার ক্লিনিক। শুর“তে ¶ুদ্র পরিসরে ¯^াস্থ্যসেবা দিলেও পরবর্তীতে এর পরিসর বাড়তে থাকে। ২০০৫ ও ২০০৬ সালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত¡াবধানে দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখানে প্রায় ৬ হাজার মানুষ ঔষুধসহ সেবা পায়। এছাড়া এলাকার শতাধিক র“গীকে বিনামূল্যে অপারেশনের মাধ্যমে রোগমুক্ত করা হয়। পরিবারের সদস্যদের অর্থায়নে স¤প্রতি এ দাতব্য প্রতিষ্ঠানের পাকা দালান নির্মাণ করা হয়েছে। সেখানে নিয়মিতভাবে একজন ডাক্তার চিকিৎসা প্রদান করছেন। নিভৃত পল¬ীতে অনেকটা নিরবে চিকিৎসা সেবা দিচ্ছে আনোয়ার-সাজেদা হেলথ্ কেয়ার ক্লিনিক। তাই সমাজসেবায় অসামান্য অবদানের জন্য প্রতিষ্ঠানটির সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম কাওসারকে সম্মাননা দেয়া হয়।
ই¯ে—য়ারা খানম (সম্মাননা) ঃ ফেনীর দাগনভূঞার নামী প্রতিষ্ঠান আতাতুর্ক মডেল প্রাইমারী স্কুলের প্রধান শি¶ক ই¯ে—য়ারা খানম গত বছর চট্টগ্রাম বিভাগের সেরা প্রধান শি¶ক নির্বাচিত হন। ১৯৮৭ সালে শি¶কতা শুর“ করেন। ২০০৬ সাল পর্যš— আতাতুর্ক প্রাইমারী সহকারী প্রধান শি¶কের দায়িত্ব পালন করেন। ২০০৬ থেকে ১৫ পর্যš— মাতুভূঞা প্রাইমারীর প্রধান শি¶কের দায়িত্ব পালন মেষে গত তিন বছর আতাতুর্ক প্রাইমারীতে আছন। ২০০৬ সালে স্কুলটি জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের ¯^ীকৃতি পায়। জীবনের শেষ প্রাšে— একটি বিদ্যালয় প্রতিষ্ঠার ¯^প্ন দেখেন তিনি। তাঁর বিশাল শি¶কতা জীবনের সাফল্য ও অর্জন সমূহ বিবেচনায় নিয়ে তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
রিয়াজ উদ্দিন রবিন (সম্মাননা) ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র ফেনী জেলা কোচ রিয়াজ উদ্দিন রবিন। সে ফেনী জেলা দীর্ঘদিন ক্রিকেট খেলার সাথে সম্পৃক্ত রয়েছেন। ফেনী জেলায় যে কয়েকটি ক্রিকেট সংগঠন রয়েছে সেসব সংগঠনের প্রশি¶কের দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন। ক্রীড়া ¶েত্রে অন্যন্য অবদানের জন্য ¯^ীকৃতি ¯^রূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।