ফেনীতে ফুটপাথ দখল করে ব্যবসা করায় ১৮ প্রতিষ্ঠান ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানজট সৃষ্টির জন্য ১০ গাড়িচালককে মোট দেড় লাখ টাকা অর্থদন্ড করেছে ফুটপাথ পুনুরুদ্ধার করতে ও যানজট নিরসনে মোবাইল কোর্ট।রবিবার দিনভর এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় মহিপাল বাজারে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনা করার জন্য জসিম উদ্দিন ৫ ‘শ টাকা ও মো: শাওন কে ৫ ‘শ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও, মহিপাল বাসস্ট্যান্ডে ফলের দোকানের একটি অংশ ফুটপাথে থাকায় মো: সাহাবউদ্দিনকে – ৫ ‘শ টাকা, মো: বেলালকে ৫ শ টাকা, সাদ্দাম হোসেনকে ৫ ‘শ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মহিপাল প্লাজার পাশে মোস্তফা হার্ডওয়ার এর মো: মামুনুর রশিদকে ১০ হাজার টাকা, কামরুল এন্টারপ্রাইজের মো: কামরুল ইসলামকে কে ৫০০০/- টাকা, বিসমিল্লাহ হার্ডওয়্যার এর মো: সোলায়মান কে ৫০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।এছাড়া ট্রাংক রোডের দোকানি সুকুমার চন্দ্র পাল কে ফুটপাথ দখল করে দোকান এর মালামাল রাখার জন্য ১০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এছাড়া এসএসকে রোডের ফার্ণিচার মেলার এনাম হোসেন, ফার্নিচার ওয়ার্ল্ডের এর ফারুক আহম্মেদ, ফেনী মোজাইক এর আব্দুল মতিন ভূঁইয়া,মামুন ট্রেডার্স এর মো: মুজাহিদ, সোনাগাজী মেটালের মো: জাহাংগীর, রিয়াদ মাট্রেস এর জনাব ইস্রাফিল মাহমুদ, আজমীর ট্রেডার্স এর গোলাম রাব্বানি সবুজ, হক ট্রেডার্স এর মুজিবুল হক, আনিকা গ্লাস এর নাহিদ হাসান প্রত্যেককে ১০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এছাড়া মহিপালে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি চালানোর অপরাধে সাইফুল ইসলাম কে ৫০০/- টাকা, আজাদ হোসেনকে ৫০০/- টাকা, মো: রাশেদকে ৫০০/- টাকা, রফিকুল ইসলামকে ৫০০/- টাকা, মো: আমানুল্লাহকে ৫০০/- টাকা, মো: জহিরকে ৫০০/- টাকা, আব্দুল মোতালেবকে ৫০০/- টাকা, মো: বাবুলকে ৫০০/- টাকা, মো: বাবুল হোসেনকে ৫০০ টাকা, মো: মামুনকে ৫০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।এ সময় নির্বাহী ফেনী-মহিপাল সংযোগ সড়কে ফিতা দিয়ে লেন তৈরী ও হাইওয়েতে রাস্তা না দাড়ানোর ব্যাপারে বিকল্প সৃষ্টির ব্যাপারে পৌরসভা ও পরিবহন নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ সময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী, স্যানিটারী ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।