
নিজস্ব প্রতিনিধি>> জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১১টায় সাবেক এই প্রধানমন্ত্রী বকশীবাজারের আলিয়া মাদরাসার মাঠে বিশেষ আদালতে উপস্থিত হয়েছেন। এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থন ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে। এদিকে আদালতে খালেদা জিয়া‘র আগমন উপলক্ষ্যে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বকশীবাজার মোড়ে অবস্থান নিয়েছেন। ২০১০ সালের ৮ই আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৩রা জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক।