পরশুরামে পিবিজিএসের পুরস্কার বিতরণী
পরশুরাম সংবাদদাতা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একটি হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমিনুল ইসলামকে ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মধ্য দিয়ে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।
পিবিজিএসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অশোক কুমার চাকমা, সিনিয?র সহকারী কমিশনার ফেনী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ।
খায়ের আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মো: সালেহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবদিন মজুমদার, সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাদেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম পৌর বিএনপি’র সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানগন, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।
আমিনুল ইসলাম ধনীকুন্ডা হোসনেয়ারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি২০২৩ সালের কারিগরি বিভাগ থেকে কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির উপর জিপিএ-৪.৮৯ পেয়ে মেধা তালিকা স্থান পেয়ে বর্তমানে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে অধ্যায়নরত আছে। সে চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনিকুন্ডা গ্রামের আজিজুল হকের ছেলে।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত