দক্ষিণ কাউতলী সড়ক উদ্বোধন করলেন ফেনী জেলা প্রশাসক
মোঃ জয়নুল আবদীন, পরশুরাম :
ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী বেড়িবাঁধ হতে আর্মি সিরাজের বাড়ি পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক উদ্বোধনী করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করার লক্ষ্যে (এইসবিবি) করণ প্রকল্পের আওতায় রাস্তাটিতে ইট সলিং এর কাজ করা হয়।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে সড়কটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ, ঠিকাদার বাবুল, মির্জানগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভূঁইয়া সুমন, জিয়া মঞ্চ জেলা কমিটির সহ-সাংগঠনিক মোঃ নূর হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম। দোয়া মোনাজাত শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
পরে সড়কটি পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, গত ২৪-এর স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী জেলার পরশুরাম উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগস্থ হয়। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সকল উপজেলায় গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো ইতিমধ্যে মেরামতের উদ্যোগ নিয়েছি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করলে কাজগুলো দ্রæত সময় করা সম্ভব হবে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারকে মানসম্পন্ন কাজ এবং কাজের অগ্রগতি দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
অর্থের সংকটের কারণে বন্ধ থাকা এলজিইডির বরাদ্দকৃত রাস্তার কাজ কবে শুরু হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ইতিমধ্যে যে সমস্ত রাস্তা বাজেট হয়েছে ওই রাস্তার কাজ করার অনুমোদন পেয়েছে। এখনও যেসকল রাস্তার কাজ শুরু হয়নি তা কাজ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নিদর্শন দেয়া হবে। এছাড়াও কাজের অগ্রগতির জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে কারো সাথে কথা বলার প্রয়োজন হয় আমরা কথা বলব।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত