ফেনী সদর হাসপাতালেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হবে
স্টাফ রিপোর্টার :
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন অত্যন্ত প্রয়োজন। প্রস্তাবনা পাঠানো হয়েছে। একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হলে নূন্যতম দেড়শ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকতে হবে। জায়গা লাগবে ৫ একর। সদর হাসপাতালে ২শ ৫০শয্যা ও ১১ একর জায়গা রয়েছে। হাসপাতাল কম্পাউন্ডের মধ্যেই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সম্ভব। প্রধানমন্ত্রী ফেনী সফরে এলেই তাঁর কাছে এ দাবীটি করা হবে। এটি বাস্তবায়নে আর কষ্ট পেতে হবে না। ইতিমধ্যে সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালোসিস সেন্টার, মর্গ আধুনিক করে ফ্রিজআপ করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১শ কোটি টাকা বরাদ্ধ এনেছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করি সদর হাসপাতালে অসম্পূর্ণ কোন কিছু থাকবে না। সবাই যেন সেবা পেতে পারে সেটা সুনিশ্চিত করতে চাই।
সোমবার ফেনী ডায়াবেটিক হাসপাতালের ২৩তম বার্ষিক সাধারণ সম্পাদক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির সভাপতি এডভোকেট আক্রামুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান ও সমিতির সহ-সভাপতি আবদুর রহমান বি.কম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সমিতির সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সমিতির আজীবন সদস্য গিয়াস উদ্দিন বুলবুল, সাংবাদিক নুরুল করিম মজুমদার। আর্থিক প্রতিবেদন পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ।
নিজাম হাজারী আরো বলেন, ফেনী ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার সময় থেকে ধীরে ধীরে বিশাল রূপ ধারণ করেছে। এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। গত দুই বছর আগে হাসপাতালের মধ্যেই ১৫তলা বিশিষ্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলে ফেনীর ছেলে-মেয়েরা সবচেয়ে বেশি উপকৃত হবে। অতীতে আরেকটি মেডিকেল কলেজ ছিল। সেই মেডিকেল কলেজটি জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। এখন সেই লোক ফেনীতে কোনরকম ছেলে-মেয়েরা লেখাপড়া করে মানুষ হোক, সেটা উনি চায় না। উনার সাথে আরো কয়েকজন কুচক্রি রয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করে দলের মধ্যে আত্মঘাতি কাজ করছে। ওমরাহ শেষে দেশে ফিরে গত ৯ মার্চ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম। তিনি কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ফেনীর মানুষকে ভালোবাসা দিতে চাই, শান্তি দিতে চাই। সেজন্য যত ত্যাগ স্বীকার করতে হয়, তা করব।
নায়িকা দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করবেন
স্বনামধন্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘তুমি আছো তুমি নেই’র পোস্ ...বিস্তারিত